সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় কারা ফটকে কারামুক্ত এক নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক গোলাম মওলা, রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ” এই মূলমন্ত্রকে সামনে রেখে কারাগার শাস্তির কেন্দ্র নয় ” কারাগার হোক সংশোধনাগার” প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে অপরাধী সংশোধন ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় সমাজসেবা অধিদপ্তর নওগাঁ কর্তৃক ০১ জন মহিলা বন্দীকে সেলাই মেশিন প্রদান করাসহ কারাবন্দীদের চিত্তবিনোদনের জন্য ০৪ টি রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, কারাগারে থাকা দন্ডপ্রাপ্ত ও সাধারণ হাজতিদের অপরাধ সংশোধনের নিমিত্তে কারাগারে হস্তশিল্প প্রশিক্ষণের ব্যবস্থা রাখা আছে। যাতে আসামিরা এখান থেকে মুক্তি লাভের পর কর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহম্মেদ, জেলা সমাজ সেবার উপ পরিচালক নুর মোহাম্মদ, জেলার এনায়েত উল্যাহ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক লোকমান আলী, বেসরকারী কারা পরিদর্শক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, বেসরকারী কারা পরিদর্শক ও সাবেক নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, এবং কারাগারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস